সোমবার, ২৭ মার্চ ২০২৩

কাদের মির্জার বিরুদ্ধে পুলিশের জিডি

প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানার এক উপপরিদর্শককে (এসআই) হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে সহযোগী আবদুল হামিদ প্রকাশ ওভি হামিদের মুঠোফোন থেকে এসআই রিয়াদুল হাসানকে কাদের মির্জা নিজে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়।এ ব্যাপারে ওই রাতেই পুলিশের পক্ষ থেকে মেয়র কাদের মির্জার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে হুমকি ও জিডির বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।

তিনি বলেন, কর্তব্যরত একজন পুলিশ অফিসারকে হুমকিমূলক কথা বলায় তা সাধারণ ডায়রিতে নথিভুক্ত করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, তিনি জুম মিটিংয়ে ব্যস্ত আছেন। এ বিষয়ে পরে কথা বলবেন।

এ ব্যাপারে মতামত জানতে মেয়র আবদুল কাদের মির্জাকে বার বার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হুমকি দিয়ে কথা বলায় গত ২৪ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের ২৮ কর্মী কাদের মির্জার বিরুদ্ধে থানায় জিডি করেন।

সর্বশেষ