শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

কাদের মির্জার ছেলেকে হত্যার হুমকি

প্রকাশিত: শনিবার, এপ্রিল ১৭, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ছেলে তাশিক মির্জাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, শনিবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে কাদের মির্জার মোবাইল ফোনে +99160016160 এই নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়।

আবদুল কাদের মির্জা বলেন, ‘একটি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোন রিসিভ করে হ্যালো বললে ফোনের ওপাশ থেকে বলা হয়, ‘‘আপনার ছেলে তাশিক মির্জাকে হত্যা করা হবে।” এরপর আমি আর কোনো কথা না বলে সংযোগ কেটে দিই।’

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা হত্যার হুমকির বিষয়ে মৌখিকভাবে জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ