বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, মে ৭, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দিদারুল আলম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার কাট্টলী গার্লস স্কুলের পাশে এ ঘটনা ঘটে। দিদারুল আলম মিরসরাই থানার আমবারিয়া এলাকার বাসিন্দা।
তার সহকর্মী রাজীব দে জানান, নির্মাণাধীন ভবনের তিন তলায় প্লাস্টারের কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন দিদার। প্লাস্টারের জন্য বস্তা বিছানোর সময় তিন তলা থেকে নিচে পড়ে যান। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক শীললব্রত বড়ুয়া জানান, একটি নির্মাণাধীন ভবনের তিন তলা থেকে পড়ে মাথায় আঘাত পান নির্মাণ শ্রমিক দিদারুল আলম। সকাল ৯টার দিকে কলেজ হাসপাতালে নিয়ে আসে সহকর্মীরা। হাসপাতালে আনার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।