মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার:
কক্সবাজার শহরের কলাতলীর সি পার্ল -২ আবাসিক হোটেলের কক্ষ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ওই হোটেলে গিয়ে উদ্ধার করে।
হোটেলের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কেয়ারটেকারের মাধ্যমে বৃহস্পতিবার ওই কক্ষে উঠেন এক তরুণ ও তরুণী। আজ দুপুর পর্যন্ত সাড়া-শব্দ না পেয়ে ওই কেয়ারটেকার বিকল্প চাবি নিয়ে ওই কক্ষটি খুলে ফ্যানের সাথে ওই তরুণীর মরদেহ ঝুলতে থাকে বলে দাবি করে। তবে তার সাথে কক্ষে উঠা তরুণটি ছিলো না।
পুলিশ জানিয়েছে, নিহত মেয়েটির ঘর হ্নীলা বলে জানা গেছে। মেয়েটির সাথে যে ছেলেটি ছিল সেই পলাতক রয়েছে। মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে আসা হচ্ছে।