শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া লোকজন যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য বিত্তবানদের প্রতি সহযোগিতা হাত আরো বৃদ্ধি করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন।
বুধবার গাউসিয়া কমিটি বাংলাদেশ জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে ও মাহে রমজান উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ইফতার সামগ্রী ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাউসিয়া কমিটি বাংলাদেশ জামাল খান ওয়ার্ড শাখার সভাপতি ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নগর গাউসিয়া কমিটির সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, আজিম শরিফ রওশান আরা ফাউন্ডেশনের পরিচালক এড. সাজ্জাদ শরীফ রাসেল, সদস্য মো. ইসা, মো. বেলাল, সাইফুল আলম বাপ্পি, হেলাল উদ্দিন (পীর ভাই)।
এতে উপস্থিত ছিলেন কাজি মিটুৃ, গোলাম মোস্থফা, আবু জাফর, রিয়াদ আরেফিন চৌধুরী, নাহিদ চৌধুরী মাহমুদ, আব্দুল হাকিম, আকবর হোসেন, তবারকুর রহমান রানা, নওশাদ রহমান , জসিম মঞ্জু প্রমুখ।