বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

কর্ণফুলীতে ১৩ বছর আগে হত্যা : ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন

প্রকাশিত: বুধবার, মে ৩১, ২০২৩

নগর প্রতিবেদক :

কর্ণফুলীতে মো. সবুর নামে এক যুবককে হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এ ছাড়া খালাস দেয়া হয়েছে চারজনকে।

বুধবার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের ২য় অতিরিক্ত মহানগর ও দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) সিরাজুল মোস্তফা মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন – মো. জাবেদ ও হাবিজ আহমেদ এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি মো. মিন্টু মিয়া। এছাড়াও ওই মামলায় খালাসপ্রাপ্তরা হলেন – হোসনে আরা, তারা বানু, পেয়ার আহমেদ এবং নুরুল আলম মেম্বার।

মামলার নথি থেকে জানা যায়, ‘২০১০ সালের ৫ নভেম্বর সকালের দিকে মামলার বাদির দখলীয় জমিতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করলে ভিকটিম আবদুল সবুর ও আঃ করিম তাদের বাধা দিলে আসামিরা ক্ষিপ্ত হয়ে আসামী মোঃ জাবেদ ছুরি দিয়ে বুকের বাম পাশে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে এবং আসামী হাবিজ আহমদ তার হাতে থাকা ছুরি দিয়ে নাভির বাম পাশের পেটে আঘাত করে।আরেক আসামী নুরুল আলম মেম্বার লোহার রড দিয়ে আঘাত করলে ভিকটিম মাটিতে পড়ে যায়।

পরে মামলার বাদী ভিকটিমের স্ত্রীর আত্মচিৎকার স্থানীয় লোকজন এগিয়ে এসে ভিকটিমকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরে ভিকটিমের স্ত্রী কর্ণফুলী থানায় মামলা দায়ের করে।

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রায় ১৩ বছর পর বুধবার দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেয়া হয় চারজনকে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

সর্বশেষ