বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২০, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট:
কথা কাটাকাটির জের ধরে মুরাদ নামে এক যুবককে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগ এনে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
সাইফুল ইসলাম সাগর কর্ণফুলী উপজেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক।
বৃহস্পতিবার (২০ মে) রাতে উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদার এবং সাধারণ মোঃ সেলিম হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক।
প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার বোর্ড বাজারে ছুরিকাঘাতে মোঃ মুরাদ (২৪) নামে এক যুবক খুন হন।
ওই ঘটনায় গতরাতে যুবলীগ নেতা সাইফুল ইসলাম সাগরকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেছেন নিহত যুবকের মা রাবেয়া বসরী।