সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, অক্টোবর ২৩, ২০২৩
নগর প্রতিবেদক::
কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা শ্রী শ্রী লোকনাথ গীতা স্কুলের উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজা মন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।
রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার দক্ষিণ শিকলবাহা শ্রী শ্রী লোকনাথ গীতা স্কুলের উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গোৎসবের দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনে এলে মন্দির প্রাঙ্গনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান দুর্গাপুজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী রাজীব শীল ও সাধারণ সম্পাদক শ্রী সত্যরাম শীল।
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষে আমি আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। বিএনপি সংখ্যালঘু ও সংখ্যাগুরু ত্বত্ত্বে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশী। এবং এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। যেকোন ধরনের অশুভ তৎপরতা সম্পর্কে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সজাগ থাকতে হবে। আমি আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই এবং আপনাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।
পূজা মন্ডপ পরিদর্শনে তার সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নূর শাহেদ খাঁন রিপন, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা গাজী শহিদ, আরিফ, আসিফ, ইমন ,আকবর ,আজিম, মোনায়েম, লিয়াকত, সুমন, মনির, শাকিল প্রমুখ।