শনিবার, ০১ এপ্রিল ২০২৩

কর্ণফুলীতে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, গ্রেপ্তার ধর্ষক

প্রকাশিত: মঙ্গলবার, ফেব্রুয়ারী ৭, ২০২৩

নগর প্রতিবেদক

কর্ণফুলীতে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন ছন্দ নাম কাকলী নামক এক কিশোরী (১৫)। এ ঘটনায় কিশোরীর প্রেমিকসহ দুজনের বিরুদ্ধে এজাহার না দেয়া হলেও ধর্ষক কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আসামীকে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি মোঃ দুলাল মাহমুদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। যার থানা মামলা নং-১৩।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর দীঘিরপাড় গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ রাজু (২৮)। তাদের স্থায়ী ঠিকানা নোয়াখালী জেলার কালাদরপ ইউনিয়নের রামহরি তালুক। রাজু পেশায় গ্যারেজ মিস্ত্রি।

এজাহার সূত্র জানা যায়, প্রায় তিন মাস মাস পূর্বে একই গ্রামের জনৈক মোঃ বাদশা মিয়ার সাথে কিশোরী কাকলির মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হয়। ভিকটিম গত রোববার বিকেল নানার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে প্রেমিক বাদশা (১৮) ও প্রেমিকের বন্ধু রানার (২০) সাথে সিএনজি যোগে শিকলবাহা ইউনিয়নের নতুন ব্রীজ এলাকায় ঘুরতে যায়। সেখানে তাদের সাথে দীর্ঘ দুই ঘন্টা সময় কাটানোর পর দুই বন্ধু মিলে ভিকটিমকে অটো রিক্সাযোগে তাঁদের বাড়ির কাছাকাছি গ্যারেজের সামনে নামিয়ে দেয়।

পরে গ্যারেজের সামনে কিশোরীকে একা দেখতে পেয়ে রাজু সু-কৌশলে ভিকটিমকে গ্যারেজের ভিতর নিয়ে আটকে জোরপূর্বক ধর্ষণ করেন।

খবর পেয়ে ভিকটিমের পরিবার পুলিশের সহযোগিতায় কিশোরীকে উদ্ধার করেন। পরে অভিযান চালিয়ে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ।

ওসি মোঃ দুলাল মাহমুদ বলেন, এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি ধর্ষণ এর ধারায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ