বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ৩০, ২০২৩
নগর প্রতিবেদক :
চট্টগ্রামের কর্ণফুলীতে গোয়াল ঘর থেকে গরু চুরি করে পিকআপে তুলার সময় মো. ইদ্রিস (৩৫) নামে এক যুবককে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ডের সামশুল আলম কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে।
আটককৃত মো. ইদ্রিস জুলধা ৭ নম্বর ওয়ার্ডের আনির বাপের বাড়ির মো. ইসমাইলের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
এজাহার সূত্রে জানা গেছে, গতরাত তিনটার দিকে সামশুল আলমের গোয়াল ঘর থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুইটি গরু করে পিক-আপে তুলার সময় সামশুল আলমের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে মো. ইদ্রিসকে আটক করলেও তার সহযোগী সোহেল ও অজ্ঞাত আরও একজন পালিয়ে যায়। পরে আটককৃত ইদ্রিসকে পুলিশে সোর্পদ করে এজাহার দায়ের করে সামশুল আলম।
এ ব্যাপারে কর্ণফুলীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, গরু চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির সাথে জড়িত থাকার স্বীকার করছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।