শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

করোনা সচেতনতায় ভিপি রাজনের ক্যাম্পেইন

প্রকাশিত: সোমবার, মে ৩, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি

করোনা মহামারির দ্বিতীয় ঢেউ প্রতিহত করতে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে নগরীর নিউমার্কেট, তামাকুমণ্ডি লেইন ও জহুর হকার্স মার্কেটে সিটি কলেজের সাবেক ভিপি রাজীব হাসান রাজনের উদ্যোগে সোমবার (৩ মে) জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়।

এ সময় হ্যান্ড মাইকে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মানার অনুরোধের পাশাপাশি মাস্কবিহীন ব্যবসায়ী এবং ক্রেতাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের ব্যবস্থাপক যুবনেতা রাজীব হাসান রাজন বলেন, সরকার ব্যবসায়ীদের কথা চিন্তা করে লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি মানার শর্তে শপিংমল-দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় মার্কেটের অধিকাংশ ক্রেতা-বিক্রেতাই স্বাস্থ্যবিধি মানছেন না।

তিনি স্বাস্থ্যবিধি মানাতে মার্কেটগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার উপর জোর দেন। নগরীর অন্যান্য বাজার-শপিংমলে সচেতনতামূলক এ ক্যাম্পেইন চালানো হবে বলেও জানান।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ আসিফ ইকবাল, আকবর হোসেন রাজন, শুভ ঘোষ, আব্দুল মালেক, মইনুল হোসেন রাব্বি, সাখাওয়াত হোসেন অপু, আরাফাত রুবেল, ইয়াসিন আরাফাত আরমান, জসিম উদ্দিন তানভীর, ওমর ফারুক,তাইফুল খান, এইচ এম সাজিদ, শেখ মাহবুবুল হক বিবেল, মুসলে উদ্দিন, হেলাল উদ্দিন ইমন, আবরার কবির ফাহিম, সাইফুল ইসলাম, তাইফ বিল্লাহ, শাহজালাল টিপি, মোহাম্মদ তানিন, মো. কাশেম, মো. আকাশ, মো. বেলাল, আতিক হাসান, মিনহাজ উদ্দিন শাকিব, মো. শান্ত প্রমুখ।

সর্বশেষ