শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ৫, ২০২১
করোনাভাইরাসের টিকা নিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান।
সোমবার দুপুরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে টিকার প্রথম ডোজ নিয়েছেন এ অভিনেতা।
টিকাগ্রহণের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানান শাকিব খান।
প্রায় মাসখানেক ধরে পাবনায় ‘অন্তরাত্মা’ চলচ্চিত্রের শুটিং করছেন তিনি; শুটিং থেকে ঢাকায় ফিরেই টিকা নিলেন শাকিব। শিগগিরই তার দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।
‘অন্তরাত্মা’ ছাড়াও শিগগিরই ‘লিডার’ নামে আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করার কথা রয়েছে শাকিবের; তরুণ নির্মাতা তপু খানের পরিচালনায় এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী।