শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

করোনায় বিপর্যস্তদের রাঙামাটি চেম্বারের ত্রাণ সহায়তা

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি :

করোনা ভাইরাসে বিপর্যস্ত ৫’শতাধিক মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি চেম্বার অব কমাস এন্ড ইন্ডাস্ট্রি ।

বৃহস্পতিবার সকালে সংগঠনটির নিজস্ব ভবনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, চেম্বারের নেতৃত্ব পরিবর্তন হয়েছে কিন্তু তাদের কার্যক্রম পরিবর্তন হয়নি। করোনা এই মহামারীতে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যে সরকারের মুখাপেক্ষি না থেকে তারা আজ ক্ষতিগ্রস্থদের সহায্যে এগিয়ে আসছে, তেমনি ভাবে আশা করছি সমাজের বৃত্তবানরাও এগিয়ে আসবেন।

এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়াসহ সংগঠনটির পরিচালক ও সদস্যরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যারা এই সহযোগীতা পাচ্ছেন তাদের সকলকে এক সাথে ডাকা হয়নি। কিছু মানুষকে ডাকা হয়েছে বাকিদের বাসায় এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ২কেজি পেঁয়াজ, ১লিটার তেল।

সর্বশেষ