বুধবার, ৩১ মে ২০২৩

কক্সবাজারে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রকাশিত: রবিবার, মে ২৩, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার:

কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ মে) সন্ধায় কুতুবদিয়ার লেমশীখালী ও মহেশখালীর মাতারবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলা লেমশীখালী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড়ের বশির উল্লাহ সিকদার পাড়ার মৃত আবদু জলিলের ছেলে লবণ চাষি মো. আবদুর রহমান (৬৫) ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত বিবাড়িয়া এলাকার শ্রমিক মো. জিলানী।

স্থানীয় সুত্র জানাযায়, নিহত আবদুর রহমান বাড়ির পাশে লবণের মাঠ করারর সময় ঝড়ো হাওয়া শুরু হলে বজ্রপাতের আঘাতের শিকার হন।

আত্নীয় স্বজনরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা.রেজাউল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রকল্পে কাজ করে ফেরার পথে শ্রমিক জিলানী বজ্রপাতের আঘাত পায়। পরে প্রকল্প অভ্যন্তরের হাসপাতালে তার মৃত্যু হয়।

সর্বশেষ