বুধবার, ৩১ মে ২০২৩

কক্সবাজারে দুই হাজার ইয়াবাসহ আটক দুই জন

প্রকাশিত: শনিবার, মে ৮, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার:

কক্সবাজার শহর থেকে ২ হাজার ৯শ ২৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৮মে) বেলা দুইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শহরের উত্তর নুনিয়াছড়ার নূর মোহাম্মদের ছেলে রশিদ উল্লাহ (৪০) ও উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃ কাছিমের ছেলে মোঃ করিম (৩২)।

কক্সবাজার পুলিশের এসপি মোঃ হাসানুজ্জামান জানান, শহর এলাকায় ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ