শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, মে ২২, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার
কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শিবিরে বসবারতদের মধ্যে নতুন করে আরও ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮৭২ জন রোহিঙ্গা করোনা আক্রান্ত হলেন।
শনিবার (২২ মে) মধ্যরাতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার ফলাফলে এ তথ্য জানান গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: অনুপম বড়ুয়া নগর নিউজকে বলেন, নতুন করে ৩০২ জন রোহিঙ্গার করোনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৪৯ জনের পজেটিভ ও বাকি ২৫৩ জনের নেগেটিভ আসে।
কক্সবাজার স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আজকেসহ এখন পর্যন্ত কক্সবাজারের ক্যাম্পে ৮৭২ জন রোহিঙ্গার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩ জন মারা গেছেন।
অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসৌদ্দজা নয়ন বলেন, শরণার্থী শিবিরে করোনা সংক্রমণ বাড়ায় শুক্রবার থেকে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ক্যাম্পে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ওষুধ ও ফুডসের কার্যক্রম চলমান থাকবে।