বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

এবার আন্দরকিল্লা ও পাথরঘাটায় গেলো হেলাল আকবর বাবরের ইফতার সামগ্রী

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ২৭, ২০২১

মাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসাবে মঙ্গলবার এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষে থেকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের ইফতার সামগ্রী পৌঁছে গেলো নগরীর আন্দরকিল্লা ও পাথরঘাটা ওয়ার্ডের বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার পিকআপ ভ্যান করে আন্দরকিল্লা ওয়ার্ডের সিনেমাপ্যালেস, আন্দরকিল্লা জামে মসজিদ মোড়, লালদিঘীর পাড়, কোর্ট বিল্ডিং চত্বর, পাথরঘাটা ওয়ার্ডের ব্রিকফিল্ড, কালীবাড়ি মোড়, শুটকিপট্টি, নজুমিয়া লেইনসহ বিভিন্ন স্থানে খেটে খাওয়া, ছিন্নমূল, দরিদ্র, অসহায় ও দুস্থ বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার মানুষের মাঝে ৪ হাজার প্যাকেট ইফতার বিতরন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগাম মাহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলার জহর লাল হাজারী, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগির, চসিকের সংরক্ষিত কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ চৌধুরী, এম কুতুব উদ্দীন, নাসির উদ্দীন ফাহিম, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ জাহেদ, হোসাইন আহমেদ রুবেল, শরিফুল ইসলাম,এস এম তুষার, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সোহেল রানা জয়, জাহিদ হাসান সাইমুন, আব্দুল্লাহ আল সাইমুন, অর্নব দেব, জামশেদ উদ্দীন, রাহি খান, মোস্তফা আমান, ইয়াছির আরাফাত রিকু, গোবিন্দ দত্ত, আবু তোরাব, তৌহিদুল করিম ইমন, বিশাল হাজারী, মেহেরাজ সিদ্দিক পাভেল, আবু মেশকাত, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার পলাশ, মায়মুন উদ্দীন মামুন, রুপম সরকার, নাজিম উদ্দীন, আবির উদ্দীন কবির, তৌহিদুল হক কায়ছার, মোক্তার হোসেন , মোহাম্মদ সোহেল তানভীর, আরিফুল্লাহ ওয়াহিদ কোতোয়ালী থানা ছাত্রলীগ নেতা জোবাইদুল আলম আশিক, মো:রুবেল, সিদ্দিকী, নিয়াজ উদ্দীন তামিম, সাদমান আবছার উদ্দীন রতন, সাদমান উসমান সাদাব, হাতেমুর রশীদ মুন্না।

ইফতার বিতরণের সময় কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় নির্দেশে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চোধুরী এমপি মহোদয়ের সহযোগিতায় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই কার্যক্রম পুরো রমজান জুড়ে অব্যাহত থাকবে’।

সর্বশেষ

সর্বশেষ