বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ২৩, ২০২৩
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, রাজশাহী বিএনপির একজন নেতা শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলো, মির্জা ফখরুল একটা কথাও বললেন না। এটা রাজশাহীর নেতা চাঁদের হুমকি নয়, এটা বিএনপির হুমকি।
শেখ হাসিনার জনপ্রিয়তাই তার বড় শত্রু।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার এক দফা আন্দোলন করতে চায় বিএনপি। বিএনপি নির্বাচন চায় না; তারা চায় সংঘাত, তারা চায় রক্তপাত।
ওবায়দুল কাদের বলেন, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই। তাই আমাদের মাথা গরম করলে চলবে না। আমরা সংঘাত, পাল্টা সংঘাতে যাবো না। আমরা এই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।
তিনি বলেন, আমাদের নির্বাচনের জন্য ঘরে ঘরে যেতে হবে। আমরা ভুল করে থাকলে ক্ষমা চাইতে হবে। এটাই আওয়ামী লীগের রাজনীতি। এটাই বঙ্গবন্ধুর রাজনীতি
সেতুমন্ত্রী আরও বলেন, আমরা সংঘাতে যাবো না। কিন্তু সংঘাত কেউ করতে আসলে আমরা কি চুপ করে বসে থাকবো? আমাদের ওপর হামলা হলে পাল্টা হামলা হবে। হামলা হলে তার সমুচিত জবাব কীভাবে দিতে হয়, তা আওয়ামী লীগের জানা আছে।
তিনি বলেন, এই অপশক্তিকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে। কেউ নির্বাচন প্রতিহত করতে আসলে, আমরা তাদের প্রতিহত করবো।