বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: মঙ্গলবার, মে ৪, ২০২১
রুমা সিকদার
জীবন পথে একটা ‘তুমি’ থাকে
একটা ‘তুমি’ থাকতে হয়-
যে ‘তুমি’কে নিয়ে সকালটা হয় যেন
স্নিগ্ধ সকাল বা ঊষালগ্ন।
দুপুরের কড়ারোদ যখন বিরক্তির
একটা ‘তুমি’ শ্রান্তি আনে-
একটা ‘তুমি’ সকল ক্লান্তি দূর করে
গুনগুনিয়ে গেয়ে ওঠে।
বিকেলটা আর সাদা-মাটা মনে হয় না
পড়ন্ত বেলা শিহরণ জাগে-
রোমান্টিকতায় আষ্টে পৃষ্টে বেঁধে রাখে
সেই লুকায়িত একটা ‘তুমি’।
গভীর নিশীথে কেউ কেউ নিদ্রাহীন
কেবল দিনের অপেক্ষায়-
হৃদয়ের একটা ‘তুমি’ পরম মমতায়
গভীর স্বপ্নে জড়িয়ে রাখে।
একটা ‘তুমি’ কেবল একটা শব্দ নয়
একটা স্বপ্ন, ভালোবাসা যেন-
গব সময় সবখানে একটা ‘তুমি’ সে
বাঁচিয়ে রাখে ‘তুমি’ আমিতে।