বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, অক্টোবর ৭, ২০২৩
নগর প্রতিবেদক::
উত্তর চট্টগ্রামের প্রথম নবজাতক ইউনিট চালু হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ক্লিনিকে। শনিবার সকালে নবজাতক ইউনিটের উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন ফতেয়াবাদ ক্লিনিকের চেয়ারম্যান ইমরান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, গাউনী বিশেষজ্ঞ ডা. কমরনাছ বানু, ইউনিটের তত্ত¦বধায়ক ডা. শহীদুল্লাহ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের ডেপুটি চীফ মুহাম্মদ সেলিমসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
ইউনিটের তত্ত্ববধায়ক ডা. শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘উত্তর চট্টগ্রামের কোন হাসপাতাল কিংবা ক্লিনিকে শিশুদের জন্য বিশেষায়িত কোন ইউনিট নেই। গ্রামঞ্চলের হতদরিদ্র পরিবারের জন্ম নেয়া কম ওজনের শিশুদের কথা চিন্তা করেই নবজাতক ইউনিট চালু করা হয়েছে। উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ছাড়াও পাবর্ত্য চট্টগ্রামের রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার শিশুরা এ ইউনিটে চিকিৎসা সেবা পাবে।’
শিশু বিশেষজ্ঞ ডা. শহীদুল্লাহ চৌধুরী প্রায় দেড় যুগ ধরে কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশুদের নিয়ে কাজ করছেন। তাঁর তত্ত্ববধানে পাঁচ হাজারেরও বেশি কম ওজন নিয়ে জন্ম নেয়া শিশু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। চিকিৎসা নেয়া শিশুদের হিংসভাগই ছিল হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া শিশু।