বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, মে ২১, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, উখিয়া:
উখিয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাত ২ টার দিকে উখিয়া থানার এসআই আফসার আহমেদ ও এএসআই রাজিব কুমারের নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন থিমছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তা থেকে টিএন্ডটি লম্বাঘোনা এলাকার ফরিদ আহমদের ছেলে গিয়াস উদ্দিন রুমু (৩১), গ্রেপ্তার করে।
এসময় তার হেফাজত হতে ১ হাজার পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে উখিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ জানান।