শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বুধবার, এপ্রিল ২৮, ২০২১
কক্সবাজারের উখিয়ায় ৭ হাজার ইয়াবাসহ রবিউল হোসাইন (২৫) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার রত্নাপালং গয়ালমারা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল হোসাইন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. তৈয়বের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, বুধবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে গয়ালমারা এলাকা থেকে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।