বুধবার, ৩১ মে ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ৫, ২০২১
কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদর ইউনিয়নের ওবাইদুল হক পেট্রল পাম্প এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
সোমবার (৫ এপ্রিল) গ্রেফতারের বিষয়টি জানান লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম।
গ্রেফতার গাজীপুর জেলার ছোট দেওড়া (কাজীর বাড়ি) এলাকার মো. ছিদ্দিকুর রহমানের ছেলে মো. সেলিম হোসেন (৩৫) ও ঢাকার মোহাম্মদপুর মেহেদীবাগ শিবচর উত্তর চর সেমাই মুন্সীবাড়ি এলাকার মো. মুমিন মুন্সির ছেলে মো. রিপন মিয়াকে (৪২) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সদর ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।