শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩

ইমাম-মুয়াজ্জিনদের কাউন্সিলর শহিদের ঈদ উপহার

প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলরও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগরে উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের ব্যবস্থাপনায় আসন্ন রমজান উপলক্ষে ওয়ার্ডে অবস্থিত মসজিদের ইমাম,মুয়াজ্জিনদের সোমবার সকালে তাঁর বাসভবন প্রাঙ্গণে উপহার সামগ্রী প্রদান করেন।

উপহারসামগ্রীর মধ্যে ইফতার,সেহেরী ও আসন্ন ঈদের সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ছিল। যেসব মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয় ।

সেসব মসজিদগুলো হলো মিঞার বাপের মসজিদ,মকবুল কামাল জামে মসজিদ,ইকবাল জামে মসজিদ শেখ আহম্মদ জামে মসজিদ,হাজী মোজাহের জামে মসজিদ,হাজী নুরুল সওদাগর জামে মসজিদ,আফগান মসজিদ,আব্দুল মজিদ সওদাগর জামে মসজিদ, আলীফ মিম জামে মসজিদ, মিম তোয়া জামে মসজিদ,হাজী ইদ্রিছ জামে মসজিদ,শামমু খলিফা জামে মসজিদ,ক্বারী মসজিদ,বাকলিয়া সরকারি কলেজ জামে মসজিদ,হাজীনূর বক্স বাইলেইন জামে মসজিদ,ফুলকলি আবাসিক জামে মসজিদ, ফালাহ্ গাজী জামে মসজিদ,রসূলবাগ জামে মসজিদ,বায়তর নূর জামে মসজিদ,বড়মিয়া জামে মসজিদ, মফজল সওদাগর জামে মসজিদ।

উপহার সামগ্রী বিতরণকালে শহিদুল আলম বলেন,ইমাম-মুয়াজ্জিনরা হলেন সমাজের সম্মানীয় ব্যক্তি। সমাজে ওনাদের প্রতিনিধিত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে। মানুষের মঙ্গলে ওনারা যা বলেন,তা মানুষ গ্রহন ও অনুসরণ করার চেষ্টা করেন। আসন্ন পবিত্র রমজানে সমাজের সর্বস্তরের মানুষ যাতে স্বাচ্ছ্যন্দে রোজা পালন করতে পারেন সে লক্ষ্যে মহান আল্লাহ পাকের সন্তুষ্ঠির জন্য ইমাম-মুয়াজ্জিন সাহেবদের উপহার সামগ্রী দেয়া হচ্ছে। সামাজিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেয়া হলো।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইমাম এইচ এম হাছান উল্লাহ, নুর আহমদ, মো.জালাল উদ্দীন হাফেজ যোবাইর, জাফর আলম, হাফেজ মো.ইসমাইল, আবুল কালাম, মো. আলী, হাফেজ মফিজ উদ্দিন, হাফেজ মো.সালাউদ্দিন, হাফেজ জসিম উদ্দিন, ইমাম কামাল উদ্দিন, ফজলুল হক, মো.জাকারিয়া, মো, রেজাউল করিম, মো.ওলি উল্লাহ, আবুল কাশেম, ওবাইদুল হক, আনোয়ার মোরশেদ, ওযার্ড আওযামী লীগ নেতা এম এ হান্নান, মুজিবুর রহমান,আব্দুল হাকিম, কামাল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের নাজিম দেওয়ান, যুবলীগ নেতা আফজাল হোসেন ছাত্রলীগের আজিজুর রহমানসহ প্রমুখ । পরে করোনা মহামারী থেকে দেশ-জাতীর সুরক্ষায় বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরচিালনা করেন আফগান মসজিদের খতিব মুহাম্মদ মোস্তাছান বিল্লাহ।

সর্বশেষ