বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

ইউরো বাছাইপর্বের জন্য ফ্রান্সের দল ঘোষণা

প্রকাশিত: বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

ক্রীড়া ডেস্ক :

চলতি মাসে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের জন্য মাঠে নামবে ফ্রান্স। দুই ম্যাচের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে ফরাসি দল। বিশ্বকাপে না খেলা লাইপজিগ উইঙ্গার ক্রিস্টোফার এনকুনকু এবার দলে জায়গা পেয়েছেন। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার উইঙ্গার উসমান দেম্বেলে।

চলতি মাসের ১৬ ও ১৯ তারিখে বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ফ্রান্স। প্রথম ম্যাচটি খেলবে জিব্রাল্টার বিপক্ষে। আর পরের ম্যাচ গ্রিসের বিপক্ষে। এই দুই দলের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ২০১৮ বিশ্বকাপজয়ীরা।

ইনজুরির কারণে কাতার বিশ্বকাপে খেলতে পারেননি ক্রিস্টোফার এনকুনকু। সেই ইনজুরি থেকে ফিরে লাইপজিগে দারুণ ছন্দে ছিলেন ফরাসি এই তারকা। লিগে ১৬ গোল করে যৌথভাবে হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। তার এমন পারফরম্যান্স তাকে ফ্রান্স দলে জায়গা করে দিয়েছে।

এদিকে দেম্বেলে হ্যামস্ট্রিংয়ের চোটে গত মার্চে ইউরো বাছাইয়ে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। ইনজুরির কারণে দলে জায়গা পাননি ফ্রান্সের দুই অভিজ্ঞ মিডফিল্ডার পল পগবা ও এনগোলো কান্তে। বাছাইপর্বের দুই ম্যাচেই জয় পেয়েছে ফ্রান্স। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

ফ্রান্স দল
গোলরক্ষক: আলফোনস আরেওলা, মাইক ম্যাগনান ও ব্রাইস সাম্বা

ডিফেন্ডার: অ্যাক্সেল ডিসাসি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাটে, জুলস কুন্দে, ফেরল্যান্ড মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড ও ডাওট উপামেকানো

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়ান চৌমেনি ও আতোয়া গ্রিজম্যান

ফরোয়ার্ড: কিংসলে কোম্যান, উসমানে দেম্বেলে, অলিভিয়ের গিরু, মার্কাস থুরাম, রান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্টোফার এনকুনকু

সর্বশেষ

সর্বশেষ