শনিবার, ০১ এপ্রিল ২০২৩

আশ্রয় খোজে পালিয়ে আসা লোকজন ফিরল বাড়িতে

প্রকাশিত: রবিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৩

বান্দরবান রুমা উপজেলায় ১নং পাইন্দু ইউনিয়ন’র দুর্গম মোয়ালপি পাড়া ও হ্যাপি হিল পাড়া থেকে নিরাপদ আশ্রয় খোজে পালিয়ে আসা ২০১জন লোক নিজ নিজ বাড়িতে ফিরছে।

সম্প্রতি রুমা- মুননোয়াম পাড়া সড়কে লুমাইচাম (টেবিল পাহাড়) নামক এলাকায় সেনাবাহিনী টহল দলের সাথে সশস্ত্র সংগঠন কুকি-চিন’র সদস্য গুলাগুলি হয়। এতে উভয় পক্ষে সেনাবাহিনী ও কেএনএফ সদস্যদের মধ্যে বন্দুক যুদ্ধ হয়। এ ঘটনায় কেএনএফ এর সশস্ত্র শাখায় সদস্য বেনেট ম্রো নামে নিহত হয়।

বন্দুক যুদ্ধের আওয়াজে আতংকিত হয়ে নিরাপদ স্থান খোঁজ রুমা সদর উপজেলার আশ্রয় নেয়।

এ অবস্থায় আতংকিত হয়ে গত শনিবার (২৮জানুয়ারী) সন্ধ্যায় মার্মা সম্প্রদায়ের ৫১ টি পরিবারের নারী, পুরুষ শিশুসহ ১৪০জন নিরাপদ আশ্রয় খোঁজে রুমা সদরে আসছেন।

রুমা সদরে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে ৮দিন আশ্রয় নেয়ার পর আজ রোববার (৫ফেব্রুয়ারী) বিকাল তিনটায় পাড়াবাসীরা নিজ বাড়িতে ফিরে গেলেন।

বম সম্প্রদায়ের হ্যাপি হিল পাড়ার গত রবিবার ( ২৯ জানুয়ারি) সন্ধায় ১৯টি পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ ৬১ জন রুম উপজেলায় বম কমিউনিটি সেন্টারে আশ্রয় নেয়।

বম সম্প্রদায়ের আশ্রয় নেয়া লোকজন গত বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারী) নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন বলে স্থানীয় জনপ্রতিনিধি লালবেন বম জানান। তিনি আরও বললেন তারা নিজ বাড়ি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন লালবেন বম।

এদিকে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নেয়া লোকজন নিজ বাড়ি ফিরে যাওয়ার প্রাক্কালে তাদের নিয়ে এক উন্মুক্ত অভিমত নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা, মার্মা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সুইপ্রুচিং মার্মা, রুমা সদর ইউপি চেয়ারম্যান শৈমং মার্মা ও অগ্রবংশ অনাথআলয় পরিচালক উ নাইন্দিয়া ভিক্ষু প্রমূখ।

সর্বশেষ