সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

আলোকিত যুব সংঘের গণশিক্ষা ও মসলা চাষ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩

সীতাকুণ্ড প্রতিনিধি ::

সীতাকুন্ডের সামাজিক সংগঠন আলোকিত যুব সংঘের উদ্যোগে এবার চালু হল আলোকিত গণশিক্ষা কেন্দ্র ও মসলা চাষ প্রকল্প।

গতকাল রাতে আলোকিত যুব সংঘের প্রধান কার্যালয়ে দুটি আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির চেয়ারম্যান শেখ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ।

গণশিক্ষা কেন্দ্র ও মসলা চাষ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী।

অনুষ্ঠান দুটিতে প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি সমাজসেবক লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক দানবীর লায়ন মোহাম্মদ ইউসুফ শাহ, উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহ আলমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি আ ম ম দিলশাদ বক্তব্যে প্রতিষ্ঠার পর থেকে একের পর এক উৎসাহ ব্যঞ্জক ও জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে সমাজ সেবায় বিশেষ ভূমিকা রাখার জন্য আলোকিত যুব সংঘের সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সরকার ইচ্ছে করলেই অনেক কাজ করতে পারেন না। সরকারের অনেক ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা রয়েছে। সরকারও চায় আলোকিত যুব সংঘের মত দেশব্যাপী কিছু মহৎ সংগঠন গড়ে উঠুক। সরকারের নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নে যারা দেশব্যাপী গ্রামীণ লেভেলে ভালো ভূমিকা রাখতে পারে। তিনি বলেন দেশ প্রেম, ধর্মীয় অনুরাগ, অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো, অপপ্রচার প্রপাগান্ডা থেকে দূরে থাকা, কর্মক্ষেত্রসহ জীবনের সব ক্ষেত্রে সত্যের উপর অটল থাকলে মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। আলোকিত যুব সংঘের সদস্যরা মানুষদের ভিতরে এসব বিষয়ে সচেতনতার সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন। উপজেলার অন্যান্য সামাজিক সংগঠনকেও আলোকিত যুব সংঘের কার্যক্রম অনুসরণ করে সমাজে একটি পজিটিভ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি

আলোকিত যুব সংঘের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম বলেন, বয়স্কদের জন্য আমরা রাত্রিকালীন “আলোকিত গণশিক্ষা” নামে একটি কার্যক্রম চালু করি। যেখানে প্রতি সপ্তাহের তিনদিন (বৃহস্পতি, শুক্র ও শনিবার) রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত এক ঘন্টা বিনামূল্যে পড়ানো হবে। আমাদের এই কার্যক্রমের জন্য ইসলামিক ফাউন্ডেশন সীতাকুণ্ড উপজেলার পক্ষ থেকে মাওলানা আলী আজগর নামের একজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী স্টাডিজের উপর অনার্স মাস্টার্স শেষ করেছেন তিনি। এছাড়া “মসলা চাষ প্রকল্পে” প্রাথমিক পর্যায়ে আমরা ২০০ জনের মাঝে আদা চারা বিতরণ করেছি। আদা লাগানো ও উৎপাদনের ব্যাপারে তাদের ইতিপূর্বে ট্রেনিং দেওয়া হয়েছে।

সর্বশেষ