সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২৭, ২০২৩
জেলা প্রতিনিধি কক্সবাজার : :
রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের গহীন পাহাড়ে ৫ থেকে ৬ টি কাচারি বা টর্চার সেলের সন্ধান পেয়েছে র্যাব। কাচারি বা টর্চার সেলটি পরিচালনা করতো আরসার ওলামা বড়ির প্রধান ওসমান প্রকাশ সালমান মুরব্বী। আরসার বিভিন্ন পর্যায়ে দায়িত্বপালনের পর এক পর্যায়ে হাফেজ সোলাইমান আটক হলে তাকে পুরো রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্ব দেওয়া হয়। তার নিয়ন্ত্রণে ছিলো আরসার ফতোয়া শাখা ‘ওলামা কাউন্সিল’ ও ‘টর্চারসেল’। সেই কাচারিতে বিরোধী পক্ষ ও সাধারণ রোহিঙ্গাদের হত্যা এবং টর্চারসেলে নির্যাতনসহ রোহিঙ্গা ও স্থানীয়দের অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। এছাড়া করা হতো অমানুষিক নির্যাতন।
বৃহস্পতিবার আরসার শীর্ষ কমান্ডার ওলামা বড়ি ও টর্চার সেল প্রধান ওসমান প্রকাশ সালমান মুরব্বীকে সহযোগীসহ গ্রেফতারের পর শুক্রবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এসময় উদ্ধার করা হয় দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ টর্চার সেলের বিভিন্ন সামগ্রী।
সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আরো জানান, সালমান মুরুব্বি সীমান্তে মাদকবিরোধী অভিযানে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা হত্যা, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ৬ টি মামলা রয়েছে।
সালমান মুরুব্বি ও তার সহযোগী ছাড়াও এর আগে আরসার শীর্ষ সন্ত্রাসী ও সামরিক কমান্ডার, গান কমান্ডার, অর্থ সম্পাদক থেকে শুরু করে সন্ত্রাসী গোষ্ঠীটির আতাউল্লাহ জুনুনীর একান্ত সচিবসহ ৭২ জনকে আটক করেছে র্যাব।