মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

আফতাবুর রহমান শাহীনের মৃত্যুতে যুবদলের শোক

প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ২৩, ২০২১

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবক আফতাবুর রহমান শাহীন শুক্রবার (২৩ এপ্রিল) দুপুর ২ টায় ঢাকাস্হ বাংলাদেশ স্পেসালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

আফতাবুর রহমান শাহীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহেদ



এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, আফতাবুর রহমান শাহীন ছাত্রদলের সোনালী ফসল। ছাত্রদলের রাজনীতি দিয়ে শুরু করে তিনি একজন দক্ষ সংগঠক হিসেবে বাকলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শহীদ জিয়ার নীতি ও আদর্শে আস্থাশীল হয়ে বাকলিয়া থানা বিএনপি কে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি নিরলস ভাবে কাজ করে গেছেন। গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলন-সংগ্রামে তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা জাতীয়তাবাদী আর্দশের সৈনিকদের সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।চট্টলার ক্রীড়া অঙ্গনে একজন ক্রীড়া সংগঠক হিসেবেও শাহীনের অবদান অতুলনীয়। সমাজসেবক শাহীন সমাজের অসহায় নির্যাতিত মানুষের পাশে ছিলেন আমৃত্যু। নেতৃদ্বয় মরহুম
আফতাবুর রহমান শাহীন’র বিদেহী আত্বার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

সর্বশেষ