মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:
আনোয়ারা উপজেলা মৎস্য দপ্তরের অভিযানে জব্দ ৬০ কেজি জাটকা ইলিশ উপজেলার চারটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নির্দেশে মাছগুলো ওই চার এতিমখানায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কালা বিবি দীঘির মোড়ে মৎস্য আড়তগুলোয় অভিযান চালানো হয়। এ সময় এবিসি মৎস্য আড়ত থেকে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক।
গত ১৫ এপ্রিল জেলিযুক্ত চিংড়ি ও মাছে রঙ মেশানোর দায়ে এবিসি নামের ওই মৎস্য আড়তটি সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন। এসর তিন দিন পরে এবিসি আড়ৎদার মোহাম্মদ শাহেদকে কঠোর হুশিয়ারী দিয়ে পরবর্তীতে ক্ষতিকর মাছ বিক্রি না করার মুচলেকায় আড়ৎটি খুলে দেওয়া হয়।
জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.রাশিদুল হক বলেন,ইতিমধ্যে জাটকা ইলিশ মাছ বিক্রয় বন্ধে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। একই সাথে ব্যানার টানিয়ে মাছ ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়া হয়েছে। সরকারি নিয়ম অমান্য করলে এমন অভিযান অব্যাহত থাকবে।
নগর নিউজ / জেডএইচ/ ইএ/