বুধবার, ৩১ মে ২০২৩

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: শুক্রবার, মে ২৮, ২০২১

সড়ক দূর্ঘটনা

স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:

আনোয়ারায় লরির ধাক্কায় মো.আলমগীর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা-বরকল সড়কের বিলপুর বনফুল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামের আব্বাসপাড়া এলাকার আমীর ইসলামের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, আনোয়ারা-বরকল সড়কে বনফুল কারখানার সামনে লরির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


বাংলাদেশ সময় ০৬.৩৬ পিএম,
নগর নিউজ/জেএইচ/ ইএ/ ২৮ মে ২০২১

সর্বশেষ