শনিবার, ২৫ মার্চ ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, এপ্রিল ২৯, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:
আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলমান বেড়িবাঁধের কাজ পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১টায় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এ কাজ পরিদর্শন করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা ও উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ উপস্থিত ছিলেন।
পাউবো সূত্র জানায়,আনোয়ারা উপকূলে তিনটি প্যাকেজে বেড়িবাঁধের নির্মাণ কাজ চলমান রয়েছে। করোনাভাইরাসেও থেমে ছিল না এ উন্নয়ন কাজ। প্রায় ৫৭৭ কোটি টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে ৬৬ শতাংশ শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, আনোয়ারা উপকূলবাসীকে আশ্বস্ত করেছিলাম এ বছর বর্ষা মৌসুমের আগেই বেড়িবাঁধের কাজ সম্পন্ন হবে। পানি উন্নয়ন বোর্ডের সুষ্ঠু তদারকিতে বেড়িবাঁধ নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে। বাঁধের কাজ শেষ হলে রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না।