শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২০, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:
আনোয়ারায় পরিবারের সঙ্গে অভিমান করে আঁখি আক্তার (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাতরী ইউনিয়নের সুজারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরী স্থানীয় মো. ছৈয়দ আলীর মেয়ে। পাঁচ বোন এক ভাইয়ের মধ্যে আঁখি সবার ছোট।
চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইয়াছিন হিরো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক তুচ্ছ ঘটনার জেরে অভিমান করে ওই কিশোরী বিষপান করলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন,বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা ওই কিশোরীকে দুপুরে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।