বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

আনোয়ারায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আসবাবপত্র বিতরণ

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:

আনোয়ারা উপজেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১১২ জোড়া আসবাবপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা পরিষদ চত্বরে এসব আসবাবপত্র বিতরণ করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান,আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, প্রধান শিক্ষক এরশাদ হোসেন, আবদুল জব্বারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ০৬. ১০ পিএম,
নগর নিউজ/জেএইচ/ ইএ/ ২৭ মে ২০২১

সর্বশেষ