বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আনোয়ারায় ক্যান্সার রোগীদের অর্থ সহায়তা প্রদান

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৭, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:

আনোয়ারায় ক্যান্সার,কিডনি,প্যারালাইসিস ও লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী এসব চেক বিতরণ করেন।

এ সময় বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি কর্মকর্তা মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আজাদ সিকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক সহায়তায় উপজেলার মোট ১৮ জনের প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময় ০৬. ১২ পিএম,
নগর নিউজ/জেএইচ/ ইএ/ ২৭ মে ২০২১

সর্বশেষ