বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
প্রকাশিত: শনিবার, এপ্রিল ২৪, ২০২১
আনোয়ারা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। যে কারণে শ্রমিক সংকটে পরেছে বোরো চাষীরা। শ্রমিক সংকটের এই সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলা যুবলীগ।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আনোয়ারা সদর ইউনিয়ন যুবলীগের কর্মীরা ওই এলাকার তিনজন কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। যুবলীগের এই মহত কাজে সামিল হতে ছুটে আসেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী বাবু।
যুবলীগ কর্মীরা মাত্র তিন ঘন্টায় আনোয়ারা সদরের কৃষক সম্রাট ভট্টাচার্য্য,শিবু বল ও মিন্টু বলের এক একর জমির ধান কেটে তাদের ঘরে তুলে দেন।
কৃষক সম্রাট ও শিবু বল জানান, ঝড় তুফানের ভয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম আমরা। লকডাউনের কারণে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। যুবলীগের নেতাকর্মীরা আমাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে।
আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শওকত ওসমান বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। যারা অসহায়, হতদরিদ্র কৃষক অর্থের অভাবে শ্রমিক দিয়ে জমির পাকা ধান কাটাতে পারছেন না। আমরা মূলত সেই সব কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দেব।