মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
প্রকাশিত: শুক্রবার, এপ্রিল ৩০, ২০২১
স্টাফ করেসপন্ডেন্ট, আনোয়ারা:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল। যে কারণে শ্রমিক সংকটে পরেছে বোরো চাষীরা। শ্রমিক সংকটের এই সময়ে কৃষকের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমানের নির্দেশে উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ ফোরকানের নেতৃত্বে হতদরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বরুমচড়া ইউনিয়ন যুবলীগের কর্মীরা ওই এলাকার দুইজন কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। যুবলীগ কর্মীরা মাত্র তিন ঘন্টায় বরুমচড়া গ্রামের কৃষক আইয়ুব আলী ও ছৈয়দ নুরের ৩৪ শতক জমির ধান কেটে তাদের ঘরে তুলে দেন।
যুবলীগের ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বরুমচড়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. হোসেন, মো. মোক্তার, মো. ইদ্রিস, একেএম মহিউদ্দিন, মো. ফারুক, মো. ইসহাক, খোকন মেম্বার, মো. আইয়ুব, সাইফুল ইসলাম, দিদারুল ইসলাম, মো. সাকিব, মো. হারুন, মো. শওকত ও মো.আবছার প্রমুখ।
কৃষক ছৈয়দ নুর জানান, ঝড় তুফানের ভয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম আমরা। লকডাউনের কারণে শ্রমিকের অভাবে জমির পাকা ধান কাটতে পারছিলাম না। যুবলীগের নেতাকর্মীরা আমাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে আমাদের অনেক উপকার হয়েছে।
আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ ফোরকান বলেন, কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচি হিসেবে উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমানের নির্দেশে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। যারা অসহায়, হতদরিদ্র কৃষক অর্থের অভাবে শ্রমিক দিয়ে জমির পাকা ধান কাটাতে পারছেন না। আমরা মূলত সেইসব কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দেব।