বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

আনুষ্ঠানিকতা ছাড়াই রাঙামাটিতে পালিত হলো বৌদ্ধ পূর্ণিমা

প্রকাশিত: বুধবার, মে ২৬, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট, রাঙামাটি:

পার্বত্য জেলা রাঙামাটিতে কোন আনুষ্ঠানিকতা ছাড়াই পালিত হলো বৌদ্ধ পূর্ণিমা। বুধবার পার্বত্য জেলায় বৌদ্ধ ধর্মাবলম্বিনীদের পবিত্র দিন বৌদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়। তবে কোভিড-১৯ এর প্রভাবের কারণে এ বছর রাঙামাটিতে তেমন কোন আনুষ্ঠানিকতা পালন করা হয়নি।

বিহার সূত্রে জানা যায়, রাঙামাটির প্রত্যেকটি বিহারে সংক্ষিপ্ত আকারে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে বৌদ্ধ ভিক্ষু ও বিহার পরিচালনা কমিটির লোক উপস্থিত ছিলেন। কোন উপাসকদের উপস্থিতি তেমন একটা ছিলো না।

বনবিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক অমিয় খীসা জানান, সারা বিশ্বে চলমান কোভিড-১৯ এর কথা বিবেচনা করে আমরা বৌদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা করিনি। খুবই সংক্ষিপ্ত ভাবে পূর্ণিমা পালন করা হয়।

তিনি আরও জানান, সকালে বৌদ্ধ পূ্র্ণিমার প্রার্থনা কালে বিশ্বের সকলে জন্য প্রার্থনা করা হয়। এসময় করোনার আক্রমণ থেকে বিশ্ববাসী যেনো মুক্তি পাই সে জন্যও প্রার্থনা করা হয়।

প্রসঙ্গত, বৌদ্ধপূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাই বৌদ্ধ পূর্ণিমার এই দিন খুবই জাঁকজমক ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে থাকে। সকালে প্রার্থনা, শোভাযাত্রা ও বিকালে ফানুস উড়িয়ে থাকে। তবে কোভিড-১৯ এর জন্য এবার এসব কিছুই ছিলো না রাঙামাটিতে।

বাংলাদেশ সময় ০৭. ৩০ পিএম,
নগর নিউজ/ এসএইচ/ ইএ/ ২৬ মে ২০২১

সর্বশেষ