বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

আধুনিকতা ও মনোযোগ

প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩

মোসাম্মৎ মরিয়ম বেগম

আধুনিক প্রযুক্তি আমাদের শত সহস্র সুযোগ করে দিয়েছে সফলতা ও বিকাশের উচ্চশিখরে যাওয়ার। কিন্তু বোধহয় সমসংখ্যাক বাঁধাও তৈরি করেছে। বর্তমানে সব বয়সের মানুষের জন্য ইন্টারনেট সবচেয়ে বড় বাঁধা।

কিছু করছি এর সাথে সামনে ইউটিউব ভিডিও ব্যাকগ্রাউন্ডে চলছে, কারো ক্ষুদে বার্তায় ফোন শব্দ করে উঠলে তাতে সাড়া দিতে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে অন্য মেসেজ, অন্য কারো পোস্ট দেখতে দেখতে আমাদের আঙ্গুলের ফাঁক থেকে বেড়িয়ে যায় আধ-এক ঘন্টা সময়। মূল কাজের কথা ভুলে যাই। একই ঘটনা ঘটে যখন টিভি দেখে খেতে খেতে চোখ যখন রঙিন দৃশ্যের স্বাদ নিতে ব্যস্ত আমরা মুখের খাবারের স্বাদ নিতে ভুলে যাই।

আমরা মনে করি এক সাথে একাধিক কাজ করলে আমরা সময় বাঁচাতে পারব কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ এই ধারনার বিপরীতকে সত্য প্রমাণ করে। যারা নিজেদেরকে “মাল্টিটাস্কার” বলে দাবি করে তারাও তেমন দ্রুত বা বেশি কাজ করতে পারে না।

আমাদের মস্তিষ্ক একসাথে অকল্পনীয় পরিমাণ তথ্য ধারণ করতে পারলেও তা শুধু একটির, একাধিক কাজ একসাথে করলে আমরা শুধু এক কাজ থেকে অন্য কাজে মনোযোগ সড়াতে থাকি।

বস্তুত কিছুই গ্রহণ করি না। Stanford University তে বহু গবেষণা দেখিয়েছে বর্তমান প্রজন্ম একটি মাল্টিটাসকিং দূর্যোগ পার করছে।

লেখক :: সহকারী শিক্ষক, সদরঘাট বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়

সর্বশেষ

সর্বশেষ