শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১
নগরীর আগ্রাবাদ চৌমুহনী এলাকায় দেওয়াল চাপায় নুরুল ইসলাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পেশায় রংমিস্ত্রি নুরুল ইমলাম নগরের মতিঝর্ণা এলাকায় বসবাস করেন। তার পিতার নাম আবুল মিয়া।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়ুত্বরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আগ্রাবাদে রাস্তা প্রশস্ত করতে পাশে একটি সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। ওই পথ দিয়ে নুরুল ইসলাম যাওয়ার সময় হঠাৎ করে দেওয়াল ধসে পড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।