বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে: আ জ ম নাছির উদ্দীন

প্রকাশিত: শনিবার, মে ১, ২০২১

আজম নাছির উদ্দীন

স্টাফ করেসপন্ডেন্ট:

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বৈশ্বিক করোনা মহামারী দ্বিতীয় ঢেউয়ে সরকারি ঘোষিত লক ডাউনে দ্বিতীয় ধাপে বাংলাদেশ আওয়ামী লীগ সারাদেশে অসহায় কর্মহীন মানুষের বাড়ী বাড়ী খাদ্য সহায়তা দিচ্ছে। সেবার ব্রত নিয়ে সংগঠনের পথচলা। সেবার মানসিকতা নিয়ে কাজ করতে বাংলাদেশ আওয়ামী লীগ সদা প্রস্তত।

শনিবার নগরীর লালখান ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ইঞ্জিনিয়ার আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খুলশী থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মমিনুল হকের সভাপতিত্বে ও লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বেলাল আহমেদ, মোঃ ঈসা, মোঃ হাসান, ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের ফাউন্ডেশনের পরিচালক এ টি এম ওসমান গনি (সোহাগ), এস সম ইব্রাহিম, ডাঃ পান্ডে, আমির বিন আব্দুল্লাহ, নিয়াজ আহমেদ বাবলু, আনিসুর রহমান, এনামুল হক বকুল, সোহেল খান, শাহজাহান লিটন, মাঈনুদ্দিন হানিফ, ইউসুফ খান, হাসান সোহাগ, মোঃ শামীম আহসান, মোঃ শরীফ বক্তব্য রাখেন।

সর্বশেষ

সর্বশেষ