সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শনিবার, অক্টোবর ২১, ২০২৩
নগর প্রতিবেদক ::
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ‘বিশেষজ্ঞ সদস্য’ হিসেবে দায়িত্ব পেয়েছেন সীতাকুণ্ডের কৃতী সন্তান লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান।
তিনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত জাতীয় শিশু সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, চট্টগ্রাম মহানগরের প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা এবং কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ অক্টোবর) রাতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান একেএম বরকত উল্লাহ এমপি এ কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহম্মেদ এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাঁন খসরু এমপিসহ মোট ৪২ জনকে বিশেষজ্ঞ সদস্য করা হয়েছে। সাধারণ সদস্য করা হয়েছে ১১৮ জনকে।
উপ-কমিটিতে যুক্ত হওয়ার বিষয়ে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানীত সভাপতি দেশরত্ন শেখ হাসিনাসহ দলের সব নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের বাড়ি সীতাকুণ্ড উপজেলার ১০নং উত্তর সলিমপুর ইউনিয়নে। তিনি বৃটিশ এয়ারফোর্সের সদস্য মরহুম মোহাম্মদ ইসমাইল ও মা মরহুমা সালেহা বেগমের সু-শিক্ষিত সন্তান। তাঁর বড়ভাই স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সমগ্র শিল্পাঞ্চলের বঙ্গবন্ধু পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোহাম্মদ ইকবাল এবং মেঝ ভাই সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান চট্টগ্রাম মহানগর, সীতাকুণ্ড পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন।