শনিবার, ০১ এপ্রিল ২০২৩

আইরিশদের উড়িয়ে রেকর্ড গড়ে জয় বাংলাদেশের

প্রকাশিত: শনিবার, মার্চ ১৮, ২০২৩

ওয়ানডেতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

রানের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সর্বশেষ ২০২০ সালে এই সিলেটেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানে জয় এসেছিল।

এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডও হয়েছে এই ম্যাচে।

৮ উইকেটে ৩৩৮ রান করেছে স্বাগতিক দল।

জবাবে আইরিশদের দুই ওপেনার ডোহানি ও স্টার্লিং-ই দারুণ সূচনায় প্রভাব বিস্তার করছিলেন। তবে সাকিবের আঘাতে ৬০ রানের এই জুটি ভেঙ্গে যায়। এরপর দুই পেসার এবাদত হোসেন ও তাসকিনের আক্রমণে ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায় সফররতদের।

সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ড প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়। টসে জিতে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবির্নি বোলিং নেন।

সংক্ষিপ্ত স্কোর :

আয়ারল্যান্ড: ৩০.৫ ওভারে ১৫৫/১০ (লক্ষ্য ৩৩৯) (ডকরেল ৪৮*; ডোহানি ৩৪, স্টার্লিং ২২)।

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩৮/৮ (হৃদয় ৯২, সাকিব ৯৩, মুশফিক ৪৪, তামিম ৩, লিটন ২৬, শান্ত ২৫)।

সর্বশেষ