শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
প্রকাশিত: সোমবার, এপ্রিল ১২, ২০২১
দেশের অভ্যন্তরীণ সকল ফ্লাইট অপারেশন আজ ১২ এপ্রিল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৪ এপ্রিল থেকে বন্ধ করা হচ্ছে আন্তর্জাতিক সকল ফ্লাইট অপারেশন। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘোষণা দয়েছে। আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
বেবিচকের একটি ঘোষণায় বলা হয়েছে ১২ ও ১৩ এপ্রিলে নির্ধারিত যে সব ফ্লাইট অভ্যন্তরীণ রুটে চলাচলের কথা ছিলো তার উড্ডয়ন বাতিল করা হলো। কেবলমাত্র কার্গো, চিকিৎসা সম্পর্কিত ও মানবিকত্রাণবাহী উড়োজাহাজ কিংবা হেলিকপ্টার পরিচালনা করা যাবে।