শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

অনুশীলনে ফিরছেন আর্চার

প্রকাশিত: মঙ্গলবার, এপ্রিল ১৩, ২০২১

চিকিৎসকের সবুজ সংকেত মিলেছে, তাই্ এখন থেকে হালকা অনুশীলন শুরু করতে পারবে ইংলিশ পেসার জোফরা আর্চার। মঙ্গলবার (১৩ এপ্রিল) ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

বিরাট কোহলিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে, তারপর টি-টোয়েন্টি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য ভারতে আসার কথা ছিল আর্চারের। কিন্তু ঘরে কাজ করতে গিয়ে ছুরির আঘাতে হাত কেটে যাওয়ায় তা হয়নি। এছাড়া আগে থেকেই বাঁ হাতের কনুইতে চোট থাকায় ২৯ মার্চ চিকিৎিসকের ছুরির নিচে যান এই পেসার।

ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে পুরোদমে অনুশীলন শুরু করতে পারবে আর্চার। তবে কবে থেকে মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি।

জোফরা আর্চারের অনুপস্থিতিতে ইংলিশ শিবিরে হতাশা না থাকলেও চিন্তার ভাজ পড়ে রাজস্থান রয়েলসের কপালে। বোলিং আক্রমণে ক্রিস মোরিস আর আর্চারকে দিয়েই যে দ্বিতীয় আইপিএল জেতার স্বপ্ন দেখেছে তারা।

সর্বশেষ