সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩
নগর প্রতিবেদক::
বিএনপির গ্রেফতার নেতাকর্মীরা মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে পরিণত হচ্ছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম।
তিনি বলেছেন, সরকার আমাদের নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে মনে করছে চলমান আন্দোলন স্তব্ধ করে দেবে। কিন্তু না, গ্রেফতার হওয়া নেতাকর্মীরা মুক্তি পেয়ে আন্দোলনের বারুদে পরিণত হচ্ছে এবং খাটি স্বর্ণে রুপান্তরিত হচ্ছে। এ সরকার যত বেশি অত্যাচার করবে, ততই এ সরকারের পতন সন্নিকটে আসবে।
শুক্রবার (২০ অক্টোবর) পটিয়ায় নিজ বাসভবনে সদ্য কারামুক্ত পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল আলম মেম্বার, পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসীম উদ্দীন মোল্লা, পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান আবু, পৌরসভা বিএনপি নেতা আবদুল করিম, পৌরসভা শ্রমিক দলের সভাপতি নুরুল আবচার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আল রায়হান সোহেল, জাহাঙ্গীর আলম, ক্রীড়া সম্পাদক আবদুস সালাম, পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জমান বাবলু, মোহাম্মদ বেলাল, পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপন, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কাজিম উদ্দিন, পৌরসভা ছাত্রদল নেতা মোহাম্মদ ইমরানকে দেওয়া এক সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, একেএম জসীম উদ্দীন, মনির আহমদ সেলিম, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুূূ্দ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, তৌহিদুল আলম, আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা হারুনুর রশীদ চৌধুরী, জামাল হোসেন, পটিয়া পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এনামুল হক এনাম বলেন, বর্তমান সরকারের সীমাহীন দুর্নীতি, লুটতরাজ শুধু দেশের মানুষই জানে না, বহিঃবিশ্বও অবগত। তাই এ সরকার আজ বন্ধুহীন হয়ে পড়েছে। সরকার আজ দিকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হিংস্র হয়ে উঠেছে। তাদের সময় শেষ হয়ে আসছে। জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।
তিনি বলেন, কারামুক্ত নেতাকর্মীরা আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জীবিত এবং যেকোনো মূল্যে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্যে আন্দোলনে সংগ্রামে প্রস্তুত আছে। মামলা হামলা জেল জুলুম আমাদের নিত্যদিনের সঙ্গী। এগুলো দিয়ে সরকার তার পতনের অন্তিম মুহূর্ত ঠেকিয়ে রাখতে চাইছে। এতে করে তাদের পতন ত্বরান্বিত হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা অবৈধ ভোট চোর সরকারের পতনের এক দফা আন্দোলনে প্রস্তুত আছে। অচিরেই জনগনের দাবী বাস্তবায়ন হবে।