বুধবার, ২৯ নভেম্বর ২০২৩

অজ্ঞাত রোগীর বন্ধু নেছার করোনায় আক্রান্ত

প্রকাশিত: সোমবার, মে ২৪, ২০২১

স্টাফ করেসপন্ডেন্ট :

চট্টগ্রাম শহরের অজ্ঞাত রোগীর বন্ধু হিসেবে পরিচিত সাইফুল ইসলাম নেসার করোনা আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গত শনিবার করোনা টেস্টের পর ফলাফল পজেটিভ আসে। বর্তমানে তিনি রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

জানা যায়, শহরে করোনার সংক্রমণ যখন তুঙ্গে, তখন নেসার ছিলেন রাজপথে। কারো অক্সিজেন প্রয়োজন তো ছুটে গেছেন সেখানে, আবার অ্যাম্বুলেন্সের অভাবে যখন রোগী আনা যাচ্ছে না হাসপাতালে সেখানেও বাড়িয়েছেন সাহায্যের হাত। শুধু করোনার এই সময়েই নয়, সবসময়ই তিনি ছিলেন অসহায়দের পাশে। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও দিনের বেশিরভাগ সময় কাটে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কাজ করেন অজ্ঞাত রোগীদের দিয়ে। নাম পরিচয়হীন যেসব রোগী হাসপাতালে ভর্তি হন তাদের চিকিৎসা সেবা থেকে শুরু করে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কাজটি করেন নিঃস্বার্থভাবে।

করোনা আক্রান্ত সাইফুল ইসলাম নেসার বলেন, শুরুর দিকে জ্বর, ডায়রিয়া ও শ্বাসকষ্ট থাকলেও এখন কমেছে। তবে কাশি আছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. প্রসূন সাহার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। আমি সুস্থ হয়ে আবারও রোগীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।


বাংলাদেশ সময়: ০৫.০৮ পিএম, ২৪ মে ২০২০
ইএ/নগর নিউজ

সর্বশেষ